এজেন্টস অব ডি: গাজা স্ট্রাইকস || পর্ব-২ || ইভেন্ট-ডুম ইন ইজরায়েল

 


হঠাৎ করে রণিনকে ডাইভ দিতে দেখে বিহঙ্গও ডাইভ দিল। নিচের দিকে নেমে গিয়ে বুঝতে পারল বিশাল এক ভুল করে ফেলেছে। তার দিকে কয়েক পশলা গুলি ছুড়ে দিল কেউ যেন। রণিন ইয়ার পিসে তাকে একটা কথা বলল। "তোমার বেল্টের ঠিক মাঝ বরাবর ক্লিক দাও একটা জিনিস ঘটবে।"

রণিনের কথা শুনে সে যখন ক্লিক করলো তার পিঠের পেছনদিক থেকে কিছুটা যেন আকাশের দিকে উপরে উঠলো এবং সেই সময় বুঝতে পারল তার ওড়াউড়ি এখন স্বয়ংক্রিয় হয়ে গিয়েছে। মানে রোবটিক্স কিছু তার সাথে অ্যাড হয়ে গিয়েছে। তখন ইহা করে একটা চিৎকার দিল। কয়েক পশলা মিসাইল যেন নিচের দিকে দ্রুত বেগে ছুটে গেল। এগুলো গাইডেড মিসাইল। যখন যে ধরনের আয়রন ডোম এর রকেট দেখবে বা পাবে সাথে সাথে সেগুলোকে ধ্বংস করে ফেলবে। এবং সাথে সাথে কয়টা আয়রন ডোমকেও গুড়িয়ে দিল। অনর্গল ফেলে যাচ্ছে বিয়ারিং টাইপ জিনিস তার পিঠের ওপরে সেই রকেট কস্টিউম থেকে। এই আয়রন ডোমগুলোর অ্যান্টি রকেট মিসাইল সীমান্তবর্তী এলাকা থেকে ছোড়া হচ্ছে।
হঠাৎ এজেন্ট রিশাদ ডাক দিল। এজেন্ট রণিন ও বিহঙ্গের ইয়ার পিসে। কান খাড়া হয়ে গেল তাদের দুজনের।
"আজকের দিনের মত থাক, বেশি করলে আবার দেখা যাবে আমাদের নিয়ে টানাটানি হতে পারে। আমরা নতুন কিছু প্রযুক্তি ব্যবহার করে অন্যদেরকে একটু ভয় লাগাতে চাইছি। সবগুলো রসদ আজকে একসাথে খরচ করতে চাই না।"
পিরেম শানেদ ইসাইলের সবচাইতে কঠিন এক মানুষের নাম যার হাতের মাধ্যমে প্রচুর মানুষ খুন হয়েছে ফিলিস্তিনের। অনেক সময় নেতানিয়াহু তাকে গোল্ড অব ইসরায়েল বলে থাকে। এতোক্ষণ সে সবকিছু পর্যবেক্ষণ করছিলো মনিটরে।
"বটে! অনেকদিন টর্চার করি না। এবার তোদের পেয়েছি।"

Post a Comment

Previous Post Next Post