লেখক সম্পর্কে

মুহাম্মদ রাগিব নিযাম

রাগিব নিযাম বাংলাদেশের সুপারহিরো সংক্রান্ত রচনার জগতে অন্যতম পথিকৃৎ। তিনি "বাংলাদেশের অতিমানবেরা" রচনার জন্য অধিক মাত্রায় পরিচিত। ২০২৪ সাল নাগাদ এই সিরিজ ১১তম মৌসুমে পদার্পণ করবে। যদিও এ ধরণের থ্রিলার সাব-জনার সুপারহিরো লেখা ছাড়াও তিনি অন্যান্য ধরণের লেখাও লিখছেন। যেমনঃ ভৌতিক/হরর, ফ্যান্টাসি, স্পাই থ্রিলারের ঘরাণার লেখাও লিখছেন। 


জন্ম পরিচয়

মুহাম্মদ রাগিব নিযামের জন্ম ১৯৮৫ সালে চট্টগ্রাম শহরে। পৈতৃক আদি নিবাস মিরসরাইয়ের মিঠাছড়ায়। রাগিব পড়েছেন আল-জাবের ইন্সটিটিউট, সরাকারী মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে। তার বাবা মুহাম্মদ নিযামুদ্দীন একজন প্রখ্যাত প্রবন্ধকার, রম্য রচয়িতা ও কবি আল মাহমুদ সাহিত্য গবেষক। রাগিবের প্রপিতামহ মাওলানা ওলী আহমেদ নিযামপুরী(রহঃ) একজন প্রখ্যাত সূফী সাধক, ইসলামিক দার্শনিক ও ফারসি কবি। রাগিব নিযামের নানা চট্টগ্রাম আলীয়া মাদ্রাসার প্রখ্যাত সাবেক মুহাদ্দিস মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী একজন ইসলামিক স্কলার ও ফারসি কবি ছিলেন। রাগিবের ছোট মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সালাহউদ্দীন আইয়ুব বর্তমানে শিকাগো ইউনিভার্সিটির অধ্যাপক।

কর্মযজ্ঞ

বহুবিধ রচনাশৈলীর প্রতিভা রাগিব নিযামের লেখালিখি শুরু ২০০৫ সাল থেকে। ছোটখাটো জীবনমুখী কবিতা লিখা শুরু হলেও রাগিব রম্য রচনা লেখা আরম্ভ করেন ২০১১ সাল থেকে। এর পর থেকে ২০১৩ সাল থেকে তিনি লেখার ধরণ বদলে ফেলেন। প্রথম স্পাই সিরিজ "এজেন্ট রিশাদ ব্লাডশট ডেডস্পট" স্পাই সিরিজ থেকে শুরু করলেও বাংলাদেশের প্রথম মৌলিক, স্বতন্ত্র্য সুপারহিরো ইউনিভার্স এর ধারণা পাওয়া যায় এখান থেকে।

২০১৩ থেকে শুরু হওয়া এই নন্দিত সিরিজটি এখন অব্দি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারহিরো ইউনিভার্স সিরিজ হিসেবে গণ্য করা হয়। এই সিরিজের দুটি বই ছাপানো হয়েছে। স্পন্সর ভিত্তিতে বের হওয়া প্রথম বই দ্য মিয়ানমার পোস্ট(২০২১), স্বরে প্রকাশনী থেকে বের হওয়া বাংলাদেশের অতিমানবেরা(২০২৩)।

মূলত ২০২১ সাল থেকে পাঠক চাহিদা বাড়তে থাকায় রাগিব এই সিরিজের বেশ কটি ই-বুক লিখতে আরম্ভ করেন। পাগলা: এটি একটি আততায়ী বই(২০২১), রানার:অবদ্রুতি(২০২২), অণুমানব: সৌরবছর (২০২২), রাতের প্রহরী: রাত নামার গল্প(২০২২), লাভ এন্ড ওয়ার সিজন ওয়ান (২০২২)।

২০২৩ সাল থেকে রাগিব অন্যান্য জঁরায় লেখা আরম্ভ করেন। ফ্যান্টাসি, হরর, স্পাই থ্রিলারেও রাগিব সমান দক্ষতা দেখাতে শুরু করেন। ফ্যান্টাসি- ওয়ারনিয়া সিরিজের প্রথম বই লিখে ফেলেন যা ২০২৪ সালে প্রকাশিতব্য। হরর সিরিজের বই "এক ডজন ভয়" লিখে ফেলেন। এটাও ২০২৪ সালে প্রকাশিতব্য।

যেসব প্রকাশনীর সাথে রাগিব

রাগিবের সাথে প্রথম যে প্রকাশনীর কাজ হয়েছে তার নাম "স্বরে-অ"। 

প্রকাশনীতে প্রকাশিত রাগিবের বই কিনতে হলে এখানে ক্লিক করুন।

এর পর এসেছে নৃ প্রকাশন। 

প্রকাশনীতে প্রকাশিত রাগিবের বই কিনতে হলে এখানে ক্লিক করুন।

এরপর অক্ষরবৃত্ত।

প্রকাশনীতে প্রকাশিত রাগিবের বই কিনতে হলে এখানে ক্লিক করুন।

Post a Comment